শিক্ষার্থীদের আত্মহত্যায় শীর্ষে ঢাকা, দ্বিতীয় খুলনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:১২ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

২০২৪ সালে দেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর আগে মধ্যে ঢাকা বিভাগে আত্মহত্যার শিকার শিক্ষার্থী সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আত্মহত্যা করেছে খুলনা বিভাগে। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ।
আজ শনিবার (১৮ জানুয়ারি) আঁচল ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর বিষয়বস্তু ছিল ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: সম্মিলিত উদ্যোগ জরুরি’। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আঁচল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ফারজানা আক্তার লাবনী।
জরিপ থেকে দেখা যায়, ২০২৪ সালে বাংলাদেশে আত্মহত্যার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। তথ্য অনুযায়ী, ঢাকায় ২৯ শতাংশ আত্মহত্যা করেছেন। এরপর খুলনা এবং চট্টগ্রাম বিভাগে আত্মহত্যার সংখ্যা তুলনামূলকভাবে বেশি যা যথাক্রমে ১৭.৭ শতাংশ এবং ১৫.৮ শতাংশ।
আরও দেখা গেছে, রাজশাহী ও বরিশাল বিভাগে আত্মহত্যার হার সমান যা উভয়ই ১০.৭ শতাংশ করে। অন্যদিকে, রংপুরে ৭.৭ শতাংশ, ময়মনসিংহে ৫.৫ শতাংশ এবং সিলেটে ২.৯ শতাংশ আত্মহত্যা করেছেন।
ভার্চুয়াল আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ সায়্যেদুল ইসলাম সায়েদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ড. মো. জামাল উদ্দীন, আইনজীবী ও লেখক ব্যারিস্টার নওফল জামির, আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ প্রমুখ।
এ সময় জানানো হয়, ২০২৪ সালের আত্মহত্যার তথ্য পূর্বের বছরগুলোর সাথে তুলনা করেছেন। ২০২২ সালে দেশে আত্মহত্যাকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৫৩২ জন এবং ২০২৩ সালে ৫১৩ জন। ২০২৪ সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ৩১০ জন। এদের মাঝে স্কুল, কলেজ , মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যা সম্পর্কিত রিপোর্ট মিডিয়াতে কম এসেছে বলেই তারা মনে করছেন।