‘আদিবাসী ছাত্রজনতা’র ওপর হামলায় গ্রেপ্তার দু’জনকে কোর্টে প্রেরণ

আসামী আরিফ আল খবির এবং মো. আব্বাস
আসামী আরিফ আল খবির এবং মো. আব্বাস

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখাকে কেন্দ্র করে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’র কর্মসূচিতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মতিঝিল থানা সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে গতকাল বুধবার (১৫ জানুয়ারি) আরিফ আল খবির (৩৮) এবং মো. আব্বাস (২৪) নামের এ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, আসামীদের ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। বুধবার এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা আন্দোলনকারীদের সাথে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামের একটি সংগঠনের আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ