ঢাবির টিএসসি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অজ্ঞাতপরিচয় (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) বিকেলের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে টিএসসি মোড়ের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃতব্যক্তি কিছুটা ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে।