কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় যুবক আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৯:২৮ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার যশোরের চৌগাছা পাতিবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক যুবক মাসুদ হোসেন (২৪) উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, মাসুদ হোসেন পেশায় একজন ট্রাক চালক ছিল। এই সময়ে সে মাদকে আসক্ত হয়ে পড়ে। ঘটনার দিন সকালে মাদকের টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা কোরআন শরিফ উঠানে নিয়ে আগুন ধরিয়ে দেয় মাসুদ হোসেন।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করেন।
চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে এবং মায়ের সাথে অসাদচারণ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।