আবারও কি সাধারণ ছুটি— যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

সরকার পতনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার এক দফা দাবির এই ডাক দেওয়া হয় । অসহযোগ আন্দোলন শিরোনামের এই ঘোষণায় গণপরিবহন বন্ধের কথাও জানিয়েছে আন্দোলনকারীরা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে- আবারও কি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার?
জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সাধারণ ছুটি অথবা অন্য কোনো পরিকল্পনার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি । তিনি বলেন, এটি এখনও আমি জানি না, মানে আমাদের কাছে খবর আসেনি। সিদ্ধান্ত হলে আমরা জানাতে পারব। মন্ত্রী বলেন, ‘একটু অপেক্ষা করুন। আমরা হয়ত কিছুক্ষণ পরেই জানাতে পারব।’ শনিবার বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর অফিস আদালত স্বল্প পরিসরে খুলে দেয়া হয়। গত সপ্তাহের রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই)- এই তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর বুধ (৩১ জুলাই) ও বৃহস্পতিবার (১ আগস্ট) ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চালু ছিল।