কাজ করতে গিয়ে অনেকে আামার ফাইলও ছুড়ে মেরেছে: স্বাস্থ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন রোববার সচিবলায়ে মন্ত্রিত্বের প্রথম দিন সাংবাদিকদের কাছে জীবনের নানা অভিজ্ঞতার কথা জানান। এসময় তিনি বলেন, অনেকেই আমাকে ফিরিয়ে দিয়েছে, ফাইল ছুড়ে মেরেছে। তবুও আমি কাজ করে গিয়েছি।
ডা. সামন্ত লাল সেন বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য সুপরিচিত একজন চিকিৎসক। তিনি দেশের বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ছিলেন।
কোনো কিছু অসম্ভব নয় উল্লেখ করে নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যদি সবাই সিনসিয়ারলি কাজ করি, কিছুই অসম্ভব নয়। পাঁচ থেকে পাঁচশ বেডে (বার্ন ইউনিট) নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি অনেকের কাছে গিয়েছি, প্রথম প্রথম আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন। ফাইল ছুড়ে মেরেছেন, এ রকম ঘটনাও আছে। কিন্তু আমি ধৈর্য ধরে সবার সহযোগিতা নিয়েই এ জায়গায় এসেছি।’
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এটা করতে পারলে ঢাকা শহরে মাটিতে শুয়ে (ফ্লোরে) চিকিৎসা নিতে হবে না।
তিনি বলেন, আমি প্রত্যেকটা হাসপাতালে যাব; কী কী সমস্যা আছে জানব; তারপর আমি একটা কর্মপরিকল্পনা গ্রহণ করব।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সমস্যা হলো দুর্নীতি। এটি দূর করতে আপনি কী পদক্ষেপ নেবেন? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি চেষ্টা করব। দুর্নীতির বিষয়ে আমার জিরো টলারেন্স থাকবে।