আ’লীগ প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানি ২২ জানুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানি আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। সোমবার (৮ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আইনজীবী তানজীব উল আলম সময় আবেদন করেন।
পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। অবশ্য রোববারের নির্বাচনে ফরিদপুর-৩ আসনের ১৫৪ কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ এক লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আরো পড়ুন: ছাত্রলীগের দুই কমিটির ছয় নেতা সংসদে
নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট। ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার এ কে আজাদের আইনজীবী আপিল বিভাগকে জানান, ১৪ ডিসেম্বর পর্যন্ত শামীম হকের নাগরিকত্ব থাকার বিষয়ে নেদারল্যান্ডস থেকে কিছু নথি মিলেছে। আরও কিছু নথি আসতে সময় লাগবে। এ জন্য দু’সপ্তাহ সময় চাওয়া হয়। পরে আপিল বিভাগ সময় মঞ্জুর করেন।