জাতীয় গ্রন্থাগার দিবস আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ AM

আজ ৫ ফেব্রুয়ারি, রোববার। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। দেশের সকল মানুষের পাঠ্যাভ্যাস বৃদ্ধি, তাদের গ্রন্থাগারমুখী করা এবং জনগণের বিশ্ববিদ্যালয় ও মননশীল সমাজ গঠনের লক্ষ্যে এবারের প্রতিপাদ্য ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’।
দিবসটি উদযাপনে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে দিবসের উদ্বোধনী আয়োজনের সূচনা হয় বেলা ১১টায়।
দ্বিতীয় পর্বে, সাড়ে ১১টায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় গন্থাগার দিবস উদযাপনের তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
সভায় স্বাগত বক্তব্য দেবেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
আরও পড়ুন: নেইমার-এমবাপ্পে বিহীন পিএসজিকে জেতালেন মেসি-হাকিমি।
মূল আলোচক থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ড চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ড সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক। তৃতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া জেলা সরকারি গণগ্রন্থাগারগুলোতে রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন ও করা হয়েছে।
অপরদিকে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রয়োজন একটি সুশিক্ষিত ও আধুনিক চিন্তা-চেতনায় সমৃদ্ধ জ্ঞানভিত্তিক জাতি।
সরকার দেশের এক হাজার গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন গ্রকল্প’ বাস্তবায়ন করছে। এটা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির পিতার জীবন ও কর্ম শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, তথ্য প্রযুক্তির অভাবিত উন্নয়নস্রোতে পরিবর্তনের নতুন ধারার বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার গ্রন্থাগারের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে, পাশাপাশি গ্রন্থাগারগুলোকে ডিজিটালাইজেশনের জন্য প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।