শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

অবরোধ কর্মসূচি
অবরোধ কর্মসূচি

শাহবাগ মোড় থেকে অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে, আজ বুধবার চার দফা দাবিতে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে একদল শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। 

এদিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে মূল সড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সোয়া ১১টার পর শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন। 

পরে দুপুর ১২টা ৫০ মিনিটে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ওই সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাঁদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তাঁরা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।

চার দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।


সর্বশেষ সংবাদ