সচিবের পদত্যাগ দাবিতে ইউজিসিতে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিবের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা।
এ বিষয়টি নিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের কক্ষে সভায় বসেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) বেলা দেড়টার পর ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সভায় বসেন ফ্যাসিবাবিরোধী শিক্ষার্থীরা।
এ বিষয়ে তুহিন নামে এক শিক্ষার্থী জানান, ‘ইউজিসি সচিবের পদত্যাগের বিষয়ে ইউজিসি চেয়ারম্যান স্যারকে অবহিত করেছি। আসন্ন ঈদুল ফিতরের পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’