নবম ডিআরএমসি জাতীয় ভাষা উৎসব শুরু হচ্ছে ৭ নভেম্বর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রেমিয়ানস ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত নবম ডিআরএমসি জাতীয় ভাষা উৎসব শুরু হচ্ছে ৭ নভেম্বর থেকে। উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ভাষা ও সাহিত্যের এক প্রাণবন্ত উদযাপনে উৎসব সারা বাংলাদেশের ষষ্ঠ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের একত্রিত করবে।
তিনদিনব্যাপী এই ইভেন্টে বিভিন্ন শিক্ষাগত স্তরের অংশগ্রহণকারীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করেছে রেমিয়ানস ল্যাঙ্গুয়েজ ক্লাব। প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা ও ইংরেজি অলিম্পিয়াড, উদ্ভাবনী সাংবাদিকতা, ক্যালিগ্রাফি এবং বানান।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, উৎসবটি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত ও প্রতিভা বিকশিত করতে উৎসাহ দিবে। এছাড়া শিক্ষার্থীদের ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য অংশগ্রহণকারীদেরকে একত্রিত করবে।