ভারতে মারা গেছেন জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

‘মেঘমল্লার’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন আর নেই। ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি... রাজিউন)।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক মাজহারুল রাজু। এছাড়াও নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, আকরাম খানসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
জানা যায়, লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গেল সপ্তাহে চিকিৎসকরা তার লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গুণী নির্মাতা।
আরও পড়ুন: সাতসকালে কেঁপে উঠল কলকাতা-ওড়িশায় , অনুভূত হলো ঢাকাতেও
২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার নির্মাণ করেন অঞ্জন। প্রথম ছবিতেই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
এফডিসির এমডিকে সরাতে ৭২ ঘণ্টার আলটিমেটামএফডিসির এমডিকে সরাতে ৭২ ঘণ্টার আলটিমেটাম
সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন হলেও দেশের সার্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে সিনেমাটি মুক্তি দিতে পারেননি।