শাবিপ্রবিতে গাজায় হামলার প্রতিবাদে ট্রাম্প-নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৩ PM

যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মানববন্ধন শেষে কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় ‘ওয়ান টু থ্রি ফোর’, ‘জায়োনিজম নো মোর’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ইত্যাদি স্লোগান দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, যুদ্ধবিরতি ভঙ্গ করে কোন রাষ্ট্রে হামলা চালানো মানবতার সবচেয়ে জঘন্য অপরাধ। এই অবৈধ দখলদার ইসরাইলিরা অর্ধলক্ষ নিরপরাধ মানুষকে শহীদ করেছে। যাদের অধিকাংশই নারী ও কোমলমতি শিশু। কয়েক লাখ মানুষকে ঘরছাড়া করেছে। চিকিৎসা নেওয়ার জন্য একটা হাসপাতালও এখন অবশিষ্ট নেই। এরচেয়ে বর্বরতা আর হিংস্রতা কিছুই হতে পারে না।
তারা আরও বলেন, আমরা ধিক্কার জানাই মুসলিম বিশ্বের ওই সকল রাষ্ট্রপ্রধানদের প্রতি, যারা মানবতার এই বিধ্বংসী অবস্থা দেখেও চুপ হয়ে বসে আছে।