মাভাবিপ্রবি কোষাধ্যক্ষ ড. সিরাজুল ইসলামের পদত্যাগ
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম পদত্যাগ করেছেন।
সোমবার (১০ আগষ্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
এর আগে গতকাল কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে দপ্তরে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের রাতেই শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। একে একে পদত্যাগ করেন মাভাবিপ্রবির উপাচার্য, প্রক্টর, পরিবহণ পরিচালক, গ্রন্থাগার পরিচালক, হল প্রভোস্ট সহ অনেক প্রশাসক।