১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন কবে, যা জানাচ্ছে মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এখনো নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।

১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) শারমিনা নাসরীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে কেবিনেটে অনুমোদন হয়েছে। এ সংক্রান্ত খসড়া অধ্যাদেশ তৈরি করা হয়েছে। আমরা অধিকাংশ কার্যক্রম সম্পন্ন করেছি। বর্তমানে ভেটিংয়ের জন্য এটি আইন মন্ত্রণালয়ে রয়েছে।’

মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ‘আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য আরেকবার কেবিনেটে উঠতে পারে। এরপর প্রজ্ঞাপন জারি হবে। আমরা তাড়াহুড়ো করতে চাই না। কেননা কোনো ভুল হয়ে গেলে পুনরায় একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সেজন্য কিছুটা সময় লাগছে। তবে খুব বেশি সময় লাগবে না।’

শারমিনা নাসরীন আরও বলেন, ‘১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রজ্ঞাপনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এজন্য আমরা আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি হবে।’

গত ১৭ জানুয়ারি ১৩ বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছিল স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে ১০টি, শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে একটি এবং শেখ হাসিনার নামে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। আরেকটি মুজিবনগর নামে ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনার নাম হবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের নাম হবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়; নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয়; মেহেরপুরে অবস্থিত মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম হবে মেহেরপুর বিশ্ববিদ্যালয়; গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম হবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম হবে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের নাম হবে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি; জামালপুরের অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম হবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের নাম হবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের নাম হবে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের নাম হবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রামের নাম হবে মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম হবে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।


সর্বশেষ সংবাদ