বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সভা ডেকেছে মন্ত্রণালয়

শ্রেণিকক্ষে শিক্ষক
শ্রেণিকক্ষে শিক্ষক

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি সংক্রান্ত নীতিমালা তৈরি প্রণয়নে সভা ডাকা হয়েছে। আগামী রোববার (৫ মে) সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের সমপদে বা সমস্কেলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত নীতিমালা ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪’ এর খসড়া চূড়ান্ত করতে এ সভা ডাকা হয়েছে।

আরও পড়ুন: ইনডেক্সধারী সব শিক্ষক বদলির সুযোগ পাচ্ছেন

সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করবেন। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এবং শিক্ষা সচিব সোলেমান খান উপস্থিত থাকবেন।

এ সভায় অংশ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এনটিআরসিএর চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তাকে অংশ নিতে বলা হয়েছে। 


সর্বশেষ সংবাদ