নতুন কারিকুলাম প্রণয়নে ইউনিসেফের সহযোগিতা অব্যাহত থাকবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

নতুন কারিকুলাম প্রণয়নে ইউনিসেফ যে সহযোগিতা করেছে ভবিষ্যতে তা অব্যাহত রাখা হবে। একই সাথে মাধ্যমিকে পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউনিসেফ।
বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহ প্রকাশ করেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি মি. শেলডন ইয়েট।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ এর চীফ অফ এডুকেশন, মি. দিপা সংকর (Mr. Deepa Sankar), বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ এর এডুকেশন ম্যানেজার, মি. ইকবাল হোসেন।