পুলিশ কর্মকর্তার রুম থেকে ৮ লাখ টাকার মালামাল চুরি

ফেনী ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (শহর ও যানবাহন) আমানত উল্ল্যাহর রুমে স্টিলের ট্রাঙ্ক ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল চুরি হয়েছে। 

আজ সোমবার (১৭ মার্চ) ফেনী মডেল থানার পেছনের অংশে পুলিশ সদস্যদের থাকার ঘরে (যানবাহন কার্যালয়) এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (শহর ও যানবাহন) আমানত উল্ল্যাহ বলেন, সাউথ আফ্রিকায় অবস্থানরত আমার ছোট ভাই রমজান উপলক্ষ্যে যাকাত দেওয়া জন্য টাকা পাঠিয়েছিল। এছাড়া বিয়ের স্মৃতি হিসেবে স্ত্রীর স্বর্ণের চেইন ও আংটিসহ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ট্রাঙ্কে রাখা ছিল। আজ সকাল ৭টার দিকে ডিউটির উদ্দেশ্যে রুম থেকে বের হয়েছিলাম। দুপুর ১২টার দিকে ফিরে এসে রুমে থাকা ট্রাঙ্ক ভাঙা অবস্থায় দেখতে পেয়েছি। ট্রাঙ্কে থাকা নগদ ৩ লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, চারটি আংটি, একটি এলইডি টিভি ও একটি মোবাইলসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছেন। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ