পরকীয়ায় ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

অভিযুক্ত রনি
অভিযুক্ত রনি

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) রাতে সোনাগাজী পৌরসভার পশ্চিম তুলাতলী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত লায়লী আক্তার তানিয়া (২৫) সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী।  

নিহতের মা মনোয়ারা খাতুন অভিযোগ করেছেন, পরকীয়ায় সাড়া না দেওয়ায় তানিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি রনি নামে এক যুবককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে সোনাগাজী মডেল থানা পুলিশ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহতের চাচা ওবায়দুল হক খোকন বলেন, সোনাগাজী পৌরসভার পশ্চিম তুলাতলী এলাকার মাহবুবুল হকের দক্ষিণ পাশের আমার ভাইয়ের বাসা রয়েছে। পৌরসভার একই এলাকার সাহাব উদ্দিনের বাসায় আমার ভাতিজি তানিয়া ভাড়া থাকতো। শনিবার সন্ধ্যায় বাবার বাসায় মায়ের সঙ্গে একসাথে ইফতার করে নিজের ভাড়া বাসায় যাওয়ার এক থেকে দেড় ঘণ্টা পর আমরা তার মৃত্যুর খবর পাই।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসী হওয়ায় গত ৭ মাস ধরে দুই ছেলে নিয়ে সাহাব উদ্দিনের ভাড়া বাসায় থাকতেন তানিয়া। বিগত কয়েক মাস যাবত সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে মো. রনি (২৫) তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দিয়ে বিষয়টি মাকে জানায় তানিয়া। এরপর তিনি রনিকে এ ব্যাপারে সতর্ক করলে উল্টো ক্ষিপ্ত হয়ে সে তানিয়াকে হত্যার হুমকি দেয়। ঘটনার দিন রাতে সাড়ে ৮টায় তানিয়ার ছোট ভাই নুর নবী জিসান (১৭) বোনকে দেখার জন্য তার ভাড়া বাসায় গেলে তানিয়াকে ফ্লোরে বাসা এবং সোফার সাথে হেলান দেওয়া অচেতন অবস্থায় দেখতে পায়। 

আরও জানা গেছে, তখন গলায় গামছা ও ওড়না পেঁচানো দেখে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে মাকে খবর দেয়। পরে প্রতিবেশীদেরকে নিয়ে সেখানে এলে মেয়ের গলার ডান ও বাম পাশে মানুষের নখের আঁচড়ের দাগ দেখতে পাওয়া যায়। এছাড়া কোন সাড়াশব্দ না পেয়ে ছেলে ও প্রতিবেশীদের সহযোগিতায় তানিয়াকে একটি সিএনজি অটোরিকশা যোগে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।

পরে আত্মীয়স্বজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার দুপুরে তাকে তার স্বামীর বাড়ি সোনাপুর গ্রামের দাফন কারা হয়।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত মো. রনি পালাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ