জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দখলকৃত জমি ও জামায়াত নেতা জামশেদ উদ্দিন
দখলকৃত জমি ও জামায়াত নেতা জামশেদ উদ্দিন

নোয়াখালীর হাতিয়ায় এমরান উদ্দিন নামে  এক প্রবাসীর বাড়ির জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর বাবা বাদী হয়ে হাতিয়া আদালতে ১৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন। অন্যদিকে প্রবাসী এমরান প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। শুক্রবার (৭ মার্চ) এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই জামায়াত নেতার নাম জামশেদ উদ্দিন। তিনি জাহাজমারা ইউনিয়নের জামায়াত ইসলামীর রুকন। 

স্থানীয়রা জানান, প্রবাসী এমরান  ১৫ দশমিক ৪৮ শতাংশ জমির বাড়ি ক্রয় করে বসবাস করে আসছেন। শুক্রবার সকালে জামশেদ নিজ নামের ক্রয়কৃত জমির অংশ প্রবাসী এমরানের বাড়ির অংশে রয়েছে বলে দাবি করেন। সেই মোতাবেক লোকবল নিয়ে প্রবাসী এমরানের বাড়ি থেকে নারকেল গাছসহ অন্যান্য গাছ কেটে পাওয়ার ট্রিলারে ভর্তি করে নিয়ে যায়। পরে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে। এসময় প্রবাসীর বাবা আমির হোসেন বাঁধা দিতে গেলে আসামিদের হাতে থাকা দা কুড়াল দিয়ে মারমুখী হয়ে প্রাণনাশের হুমকি দেন এবং নানাভাবে হেনস্তা করেন। এরপর ভুক্তভোগী প্রবাসীর বাবা বাদী হয়ে হাতিয়া আদালতে ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

জামায়াত নেতা জামশেদ উদ্দিন বলেন, আব্দুর রহিমের থেকে এই জায়গা আমি ক্রয় করেছি। আমি আমার জায়গা থেকে গাছ কেটেছি এবং আমার জায়গায় মাটি ভরাট করেছি। কারো কোনো জায়গা আমি দখল করিনি।

জমি বিক্রেতা আব্দুর রহিম বলেন, আমি এই জায়গা প্রবাসী এমরান উদ্দিনের কাছে বিক্রি করেছি। আর জামশেদ উদ্দিনের কাছে যেটা বিক্রি করেছি, সেটা এই সীমানার উত্তর পাশে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের বলেন, বিগত কয়েক বছর ধরে এমরান উদ্দিন তার জায়গা ভোগ করছেন। হঠাৎ করে জামশেদ লোকজন নিয়ে এসে গাছ কেটে মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টা করেন।

হাতিয়া থানা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ শনিবার (৮ মার্চ) রাতে জানান, প্রবাসীর অভিযোগের বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসককে (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ