বাবা-মাকে কুপিয়ে জখম, ছেলে আটক
- খাগড়াছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নেশা করতে বাঁধা দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করেছে ছেলে আবুল কালাম (৩৫)। বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার বেলছড়িতে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তফিকুল ইসলাম তৌফিক
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ক্যাম্পটিলা এলাকায় আবুল কালাম নেশার টাকার জন্য মা আমেনা বেগমকে (৬০) গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে বাবা আব্দুর রহিমকেও (৭০) কুপিয়ে আহত করেন কালাম। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় আবুল কালামকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান, আটক আবুল কালাম থানা হেফাজতে রয়েছে। মূলত নেশা করতে বাঁধা দেওয়ার কারণেই বাবা-মায়ের সাথে তার দ্বন্দ্ব শুরু। আহত দুই জনকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।