স্ত্রীর ধর্ষণকারীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৬ PM

নেত্রকোনার কলমাকান্দায় স্ত্রীর ধর্ষণকারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঐ নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি সকালে উপজেলার বড়কাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে ধর্ষকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন।
জানা গেছে, নিহত ব্যক্তির নাম রাজিব তালুকদার (৩৮)। তিনি উপজেলার ইউপি বড়কাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব এলাকায় চুরি করতেন। তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এ ছাড়া তিনি এলাকার মেয়েদের উত্ত্যক্ত করতেন। আটককৃত ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ করেন রাজিব। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী নারীর স্বামী প্রতিশোধ হিসেবে রাজিবকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখেন। সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত রাজিবের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে একটি ফোনকলে বাড়ি থেকে বের হয়ে যান রাজিব। পরে সকালে গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।
এ বিষয়ে ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধারের পরপরই সন্দেহজনকভাবে ওই নারীর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্য থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।