শবে বরাত নিয়ে বক্তব্য, ধর্মীয় বক্তা আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৭:৩৬ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

পবিত্র শবে বরাত নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় ইসলামি বক্তা শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে।
রবিবার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।
এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদী বাকীবিল্লাহ মিশকাত এ সব তথ্য জানান।
পবিত্র শবে বরাত নিয়ে শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ধরনের বক্তব্য দেওয়ায় আদালতে এ মামলা দায়ের করা হয়।