নাসিরের প্রত্যাবর্তনের ম্যাচে গাজীকে হারাল রূপগঞ্জ

নাসিরের প্রত্যাবর্তনের ম্যাচে গাজীকে হারাল রূপগঞ্জ
নাসিরের প্রত্যাবর্তনের ম্যাচে গাজীকে হারাল রূপগঞ্জ

নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে প্রায় ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। তার প্রত্যাবর্তনের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এদিন রূপগঞ্জের হয়ে খেলতে নেমে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৯ রান করেন নাসির।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। সঙ্গে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা ছিল।

সোমবার (৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে পেসার মহিউদ্দিন তারেকের তোপে ৩৯ রানে ৪ উইকেট হারায় গাজী গ্রুপ। এর মধ্যে ৩ উইকেট নেন তারেক। 

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টায় পঞ্চম উইকেটে ৪১ রানের জুটি গড়েন শামিম মিয়া ও তাহজিবুল ইসলাম। ২৪ রান করা শামিমকে শিকার করে এই জুটি ভাঙ্নে নিষেধাজ্ঞা শেষে ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা স্পিন অলরাউন্ডার নাসির।

পরের দিকের ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে দেড়শ রান পার করে গাজী গ্রুপ। শেষমেশ ৪২ দশমিক ১ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় তারা। তাহজিবুল ৩১, শেখ পারভেজ জীবন ১৭ ও আবু হাসিম-মুকিদুল ইসলাম ১৫ রান করে করেন। 

২৮ রানে ৩ উইকেট নেন তারেক। ১০ ওভারে ৩১ রানে ১ উইকেট নেন নাসির। 

১৬০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৪০ রানের সূচনা করেন রূপগঞ্জ টাইগার্সের দুই ওপেনার আব্দুল মাজিদ ও অমিত মজুমদার। ৫৩ রান করে আহত অবসর নেন মাজিদ। ১০ চারে ৭৬ রান করে সাজঘরে ফেরেন অমিত। এ ছাড়া তিন নম্বরে নেমে ২ চারে ১১ বলে ৯ রান করেন নাসির।

তৃতীয় উইকেটে ৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে রূপগঞ্জ টাইগার্সের জয় নিশ্চিত করেন আসাদুল্লাহ আল গালিব ও অধিনায়ক আল-আমিন। গালিব ১৩ ও আল-আমিন ২ রানে অপরাজিত থাকেন।

এ ম্যাচ জিতলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে আসতো গাজী গ্রুপ। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে মোহামেডান। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে গাজী গ্রুপ। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে রূপগঞ্জ টাইগার্স।


সর্বশেষ সংবাদ