বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:৩৮ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিতব্য সারাদেশের ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগামী ২১ তারিখ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। আজ মঙ্গলবার রাতে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত: আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে ২১ তারিখ হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।