ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০১:১১ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (৫ এপ্রিল) মহাষ্টমী স্নান ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে লাখো মানুষের আগমন ঘিরে এই যানজট তৈরি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে রওনা হওয়া মানুষ।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজারিয়া থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত আসতে প্রায় আধাঘণ্টা সময় লাগছে। এরপর লাঙ্গলবন্দ পর্যন্ত ধীরগতি থাকলেও গরমে বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
দেশের বিভিন্ন স্থান থেকে লাঙ্গলবন্দ পূণ্যস্নানে আসা পুণ্যার্থীরা বলছেন, গজারিয়া থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত আসতেই ঘণ্টা খানেক সময় লাগছে। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই স্নান উৎসবে যোগ দিচ্ছেন।
সগির হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ‘মালিবাগে যাওয়ার জন্য ৩০ মিনিট আগে কাঁচপুর মোড় থেকে নাফ বাসে উঠেছি। কিন্তু রাস্তায় এত যানজট যে বাস এক জায়গায় দাঁড়িয়ে আছে।’
বাবুল মিয়া নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘দীর্ঘক্ষণ বাসে বসে আছি। কতক্ষণ রাস্তার এই অবস্থা থাকবে জানি না। তাই হেঁটেই গার্মেন্টসে যাব।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, লাঙ্গলবন্দ স্নানের জন্য পুণ্যার্থীদের আগমন ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের প্রায় ২০টি দল মহাসড়কে কাজ করছে।