গোলাপগঞ্জ স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টুডেন্টস ফোরামের আয়োজনে ইফতার মাহফিল
স্টুডেন্টস ফোরামের আয়োজনে ইফতার মাহফিল

সিলেটের গোলাপগঞ্জে তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন গোলাপগঞ্জ স্টুডেন্টস ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।  

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মহাগ্রন্থ আল-কোরআনই বিশ্বমানবতার মুক্তির সনদ এবং জাতীয় উন্নতি, সমৃদ্ধি ও সফলতার একমাত্র গ্যারান্টি। তিনি আরও বলেন, বিগত সরকার দুর্নীতি, লুটপাট ও অবিচারে লিপ্ত ছিল। কোনো কিছুই তাদের ক্ষমতায় রাখতে পারেনি। তরুণ সমাজ ও সাধারণ জনগণ তাদের লোক দেখানো চেতনাকে প্রত্যাখ্যান করে দেশ থেকে বিতাড়িত করেছে।  

সংগঠনের প্রধান নির্বাহী ও তরুণ সাংবাদিক দেলোয়ার হোসেন মান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোলাপগঞ্জ স্টুডেন্টস ফোরামের সভাপতি মাহফুজুল ইসলাম খান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন।  

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সহ-সভাপতি ওলি আহমদ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হামজা চৌধুরী।  

এসময় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ