পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, আবেদন ডাকযোগে

১৪ বিভাগে ১৬ শিক্ষক নিয়োগে আবেদন চলছে পাবিপ্রবিতে
১৪ বিভাগে ১৬ শিক্ষক নিয়োগে আবেদন চলছে পাবিপ্রবিতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ১৪ বিভাগে ১৬ শিক্ষক নিয়োগে ৮ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ এপ্রিলের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি);

১. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

২. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: আর্কিটেকচার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৩. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: নগর ও অঞ্চল পরিকল্পানা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

আরও পড়ুন: নোবিপ্রবি বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৬

৪. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: ফর্মেসি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৫. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: রসায়ন;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৬. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: পরিসংখ্যান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৭. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: ট্যুরিজম এন্ড হসপিটালিপি ম্যানেজমেন্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৮. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: অর্থনীতি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৯. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: আর্কিটেকচার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

১০. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

আরও পড়ুন: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৩১

১১.পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: রসায়ন;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

১২. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: ট্যুরিজম এন্ড হসপিটালিপি ম্যানেজমেন্ট;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

১৩. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: ইতিহাস;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

১৪. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: রসায়ন;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৪);

আরও পড়ুন: ২৫,৩৮৩-৬৩,৪৫৬ বেতনে চাকরি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, নেবে অফিসার

আবেদনের যোগ্যতা—

অধ্যাপক পদের ক্ষেত্রে—

*সংশ্লিষ্ট বিভাগ হতে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ফার্মেসি বিভাগের জন্য বি.ফার্ম এবং এম. ফার্ম ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*আর্কিটেকচার বিভাগে ৫ বছর মেয়াদী পরীক্ষায় সিজিপিএ ৩.২৫ থাকতে হবে;

*স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ১০ বছরসহ মোট ২২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৭ বছরসহ মোট ১৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৫ বছরসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*স্বীকৃত কোন জার্নালে (পিয়ার রিভিউড) সর্বোমোট ন্যূনতম ১২টি প্রকাশনা থাকতে হবে, সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬টি প্রকাশনা থাকতে হবে এবং First Author/Corresponding Author হিসেবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাাকতে হবে ও মোট প্রকাশনার ন্যূনতম ২টি প্রকাশনা ইমপ্যাক্ট/Indexed জার্নালে প্রকাশিত হতে হবে;

সহযোগী অধ্যাপক পদের ক্ষেত্রে—

*সংশ্লিষ্ট বিভাগ হতে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*আর্কিটেকচার বিভাগে ৫ বছর মেয়াদী পরীক্ষায় সিজিপিএ ৩.২৫ থাকতে হবে;

*ইতিহাস বিভাগের ক্ষেত্রে সিজিপিএ যে কোন একটিতে ন্যূনতম ৩.৫০ এবং অন্যটিতে সিজিপিএ ন্যূনতম ৩.২৫ থাকতে হবে;

*স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৭ বছরসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬ বছরসহ মোট ৯ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৪ বছরসহ মোট ৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*স্বীকৃত কোন জার্নালে (পিয়ার রিভিউড) সর্বোমোট ৬টি প্রকাশনা থাকতে হবে, সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে এবং First Author/Corresponding Author হিসেবে ন্যূনতম ২টি প্রকাশনা থাাকতে হবে ও মোট প্রকাশনার ন্যূনতম ১টি প্রকাশনা ইমপ্যাক্ট/Indexed জার্নালে প্রকাশিত হতে হবে;

সহকারী অধ্যাপক পদের ক্ষেত্রে—

*সংশ্লিষ্ট বিভাগ হতে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*স্বীকৃত কোন জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে First Author ন্যূনতম ১টি প্রকাশনা থাাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

রেজিস্টার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), রাজাপুর,পাবনা ৬০০০ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৬০০ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন

PAB 2_page-0001

PAB 2_page-0002

সূত্র: পাবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ