৪১,৪০০ বেতনে চাকরি বেসরকারি সংস্থায়, কল্যাণ তহবিল-বৈশাখী ভাতাসহ দেবে নানান সুবিধা

ফিজিওথেরাপিস্ট নিয়োগে আবেদন চলছে আশা এনজিওতে
ফিজিওথেরাপিস্ট নিয়োগে আবেদন চলছে আশা এনজিওতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা (এনজিও) আশা। সংস্থাটি ‘ফিজিওথেরাপিস্ট’ পদে কর্মী নিয়োগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আশা; 

পদের নাম: ফিজিওথেরাপিস্ট;

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৪১,৪০০ টাকা; 

আরও পড়ুন: ৮০ হাজার বেতনে চাকরি আন্তর্জাতিক সংস্থায়, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা—

*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা;

*বৈশাখী ভাতা;

*কল্যাণ তহবিল;

*গ্রুপ তহবিল সুবিধা;

আরও পড়ুন: ২০,০০০-২৫,০০০ বেতনে চাকরি কর্ণফুলী গ্রুপে, লাগবে না অভিজ্ঞতা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*ফিজিওথেরাপিতে (এক বছরের ইন্টার্নশিপসহ) স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এমএস অফিস প্যাকেজ, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয় (এনজিওতে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে);

আরও পড়ুন: ৩০-৩৫ হাজার বেতনে সিনিয়র এক্সিকিউটিভ নেবে শপআপ, আবেদন স্নাতকেই

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম


সর্বশেষ সংবাদ