বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

১১ বিভাগে শিক্ষক নিয়োগে আবেদন চলছে বুয়েটে
১১ বিভাগে শিক্ষক নিয়োগে আবেদন চলছে বুয়েটে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটি ১১ বিভাগে শিক্ষক নিয়োগে শনিবার (৪ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট);

১. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: পুরকৌশল বিভাগ;

পদসংখ্যা: ৪টি (৩টি স্থায়ী এবং ১টি অস্থায়ী);

বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

২. পদের নাম: সহকারী অধ্যাপক;
 
বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল : ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

৩. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ;

পদসংখ্যা: ২টি (স্থায়ী পদ);

বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

৪. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: যন্ত্রকৌশল বিভাগ;

পদসংখ্যা: ১টি (স্থায়ী পদ);

বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

৫. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: কেমিকৌশল বিভাগ;

পদসংখ্যা: ৪টি (স্থায়ী পদ);

বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

৬. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ;

পদসংখ্যা: ১টি (স্থায়ী পদ);

বেতন স্কেল : ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

৭. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ;

পদসংখ্যা: ১টি (স্থায়ী পদ);

বেতন স্কেল : ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

৮. পদের নাম: ক) সহকারী অধ্যাপক;

বিভাগ: পদার্থবিজ্ঞান বিভাগ;

পদসংখ্যা: ১টি (স্থায়ী পদ);

বেতন স্কেল : ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

খ) পদের নাম: প্রভাষক;

বিভাগ: পদার্থবিজ্ঞান বিভাগ;

পদসংখ্যা: ২টি (অস্থায়ী পদ);

বেতন স্কেল : ২২,০০০—৫৩,০৬০ টাকা;

৯. পদের নাম: গবেষণা সহকারী অধ্যাপক (ইঞ্জিনিয়ারিং);

বিভাগ: ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি;

পদসংখ্যা: ১টি (অস্থায়ী পদ);

বেতন স্কেল : ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

১০. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং;

পদসংখ্যা: ১টি (অস্থায়ী পদ);

বেতন স্কেল : ৩৫,৫০০—৬৭,০১০ টাকা;

১১. পদের নাম: প্রভাষক;

বিভাগ: মানবিক বিভাগ (ইংরেজি);

পদসংখ্যা: ১টি (অস্থায়ী পদ);

বেতন স্কেল : ২২,০০০—৫৩,০৬০ টাকা;

দরকারি কাগজপত্র—

*আবেদনপত্র;

*৩ কপি সত্যায়িত ছবি;

*শিক্ষাজীবনের সব সনদের সত্যায়িত কপি ;

*প্রশংসাপত্রের সত্যায়িত কপি;

*নম্বরপত্রের সত্যায়িত কপি ;

*অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি;

*জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমের আবেদনপত্রের সঙ্গে দরকারি কাগজপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রসিদের মাধ্যমে বুয়েটের কম্পট্রোলার বরাবর সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা দিয়ে টাকার জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ