চাকরি স্থায়ীকরণের দাবিতে আনসারদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তা আটকে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। রোববার দুপুর ১২টার দিকে তারা সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল করেন।
আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আনসার সদস্যরা বলেন, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। ডিজি স্যার ২৪ ঘণ্টার ভেতরে না আসলে আন্দোলনের ডাক দেয়া হবে।