টেকসই কৃষি নিশ্চিত করতে মানসম্পন্ন বীজের বিকল্প নেই: সামছুল আলম
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:১৮ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম বলেছেন, বীজের গুণগত মান নিশ্চিত করা টেকসই কৃষি উৎপাদনের অন্যতম প্রধান শর্ত। জেনেটিকভাবে উন্নত হলেও, যদি বীজ রোগগ্রস্ত বা নিম্নমানের হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব নয়।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারের সম্মেলনকক্ষে ‘বীজের গুণগত মান ও স্বাস্থ্য পরীক্ষা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. সামছুল আলম বলেন, ‘ভালো বীজে ভালো ফলন’—এটি শুধু একটি স্লোগান নয়, বরং কৃষি উৎপাদনের মূলনীতি। ভালো ফলন নিশ্চিত করতে হলে উন্নতমানের ও স্বাস্থ্যসম্মত বীজ নির্বাচন করতে হবে। পাশাপাশি, বীজের স্বাস্থ্যগত দিক সম্পর্কেও সম্যক ধারণা থাকা জরুরি।
আরও পড়ুন: বিভাগের নাম পরিবর্তন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে ইবি শিক্ষার্থীরা
তিনি প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বীজের গুণাগুণ, স্বাস্থ্য পরীক্ষার আধুনিক প্রযুক্তি এবং গবেষণার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জন্য গুণগতমানের বীজ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো হুমায়ুন কবির, অ্যাগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, সীড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান ড. মো আতিক উস সাঈদ। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো মাহমুদুল হাসান চৌধুরী। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও কৃষি অনুষদের ২০ জন প্রশিক্ষণার্থী এ সময় উপস্থিত ছিলেন।