বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা চলছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মডিউল ‘A’ ও মডিউল ‘B’-এর ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
এর মধ্যে মডিউল ‘A’-এর গ্রুপ ‘ক’ ও ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা অনুষ্ঠিত হবে। এরপর মডিউল B: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বুয়েট সূত্রে জানা যায়, বুয়েটের কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট আসন সংখ্যা এক হাজার ৩শ নয়টি।
পরীক্ষার নম্বর
গ্রুপ ‘ক’: প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন) মূল ভর্তি পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে।
গ্রুপ ‘খ’: প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন) মূল ভর্তি পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে। এই গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তির পরীক্ষা উন্মুক্ত।
মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাক-নির্বাচনি পরীক্ষায় ৩ শিফটে ৭ হাজার ৫শ ৫২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রথম শিফটে দুই হাজার ৫শ ২০ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৫শ ১২ জন ও তৃতীয় শিফটে ২ হাজার ৫শ ২০ জনকে নির্বাচিত করা হয়েছে।
৩ শিফটে প্রাকনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ২শ ১১ জন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩শ ৩৯ ও ছাত্রী ৬ হাজার ৮শ ৭২ জন।