জাবির দুই ইউনিটের ফল প্রকাশ কিছুক্ষণের মধ্যেই
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দুই ইউনিটের ফল কিছুক্ষণেই মধ্যে প্রকাশ করা হবে। ইউনিটগুলো হলো ‘ডি’ ইউনিট ও ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)। এ ছাড়া ‘আইবিএ-জেইউ’ ইনস্টিটিউটেরও ফল প্রকাশ করা হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান।
তিনি বলেন, ‘ডি’ ও ‘ই’ ইউনিট ও ‘আইবিএ-জেইউ’ ইনস্টিটিউটের ফল প্রস্তুত করা হয়েছে। আজকের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে জাবি ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের মত আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরু হয়েছে। মোট পাঁচটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ছেলেদের মোট ২১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী। এতে দেখা যায় আসন প্রতি প্রায় ২২০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবেন।
গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ‘এ’ ইউনিটে নারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে নারী ভর্তিচ্ছুর ২৬ হাজার ৩২৮ জন শিক্ষার্থী।
এছাড়া গতকাল ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদনকারী (ছাত্র-ছাত্রী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২০০ আসনের বিপরীতে মোট ১৫ হাজার ১৮১ জন শিক্ষার্থী আবেদন করেছিল এবং ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ।
আরও পড়ুন: জাবির চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়বেন ২২০ ভর্তিচ্ছু
এর আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট ৮৫ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে আইবিএ-জেইউর পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭২ শতাংশ।