সাত কলেজে ভর্তি: মন্ত্রণালয়-ইউজিসির সিদ্ধান্তের অপেক্ষায় ঢাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল হওয়া সরকারি সাত কলেজের স্নাতক ২০২৪-২৫ সেশনের (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া কীভাবে চলবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। ঢাবি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কোন কাঠামোয় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে, সে বিষয়ে ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়ছে। তবে এখনও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়কে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। সিদ্ধান্ত এলে সে অনুযায়ী সবকিছু হস্তান্তর করবে কর্তৃপক্ষ। গত ২৯ জানুয়ারি সাত কলেজের আবেদন গ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় ঢাবি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সোমবার (১০ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করলে নতুন কাঠামো দাঁড়াবে। প্রতিষ্ঠানের নামসহ কোন প্রক্রিয়ায় ডিগ্রি দেবে, সে বিষয়েও ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তাদের সিদ্ধান্তের আলোকে আমরা সবকিছু তাদের বুঝিয়ে দেব।
এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি জানিয়ে তিনি বলেন, অনেক ভাবেই ভর্তি পরীক্ষার তথ্য ও টাকা হস্তান্তর হতে পারে। যেভাবেই বুঝিয়ে নেবে, আমরা সবকিছু সেভাবেই দিয়ে দেব। তবে বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে হয়তো এ বিষয়ে করণীয় জানতে ইউজিসি বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত ১৮২টি কলেজ বা ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষা ধরনের (Category) ঢাকায় অবস্থিত সরকারি সাতটি কলেজের সম্মানজনক পৃথকীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামোর (বিশ্ববিদ্যালয় বা অন্য কিছু) ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করা হবে। এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য ও ভর্তি পরীক্ষার জমাকৃত ফি (মোট ৩৩ হাজার ১০১টি আবেদন) নতুন কাঠামোর ভর্তি পরীক্ষার আয়োজকদের সরবরাহ করা হবে।
একই সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছে, কিন্তু নতুন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয়, তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরৎ দেয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সাথে টাকা ফেরৎ দেয়ার বিষয়টি দেখভাল করবে।
আরো পড়ুন: উচ্চশিক্ষায় ভর্তি: উঠে যাচ্ছে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা!
‘ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি’, এবং ‘গার্হস্থ্য অর্থনীতি’ ধরনের বিশেষায়িত কলেজসমূহের ভর্তি আবেদন গ্রহণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় আবেদন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গত ৬ জানুয়ারি শুরু হয়। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রক্রিয়া চলার কথা ছিল। ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে। এরইমধ্যে সাত কলেজের সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত হলে ভর্তি আবেদন প্রক্রিয়াও স্থগিত করা হয়েছে।