ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যা জানালেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান
প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। সেভাবেই দায়িত্বপ্রাপ্তরা প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জানুয়ারি মাসে আমরা একটি সভা করেছিলাম। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই বহাল রয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

জানা গেছে, মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় পরীক্ষা শেষ হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১% এবং উপজাতি/পার্বত্য অঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১%— এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ টাকা। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে https://acas.edu.bd পাওয়া যাবে।

কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ