রুয়েটের ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, তিন শিফটে পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এবারের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৪ জানুয়ারি। ৪ জানুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হয়। গত ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দেওয়া হয়।
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট ১২টা থেকে ১টা এবং তৃতীয় শিফটের পরীক্ষা হবে ৩টা থেকে চারটা পর্যন্ত। যোগ্য প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
আরো পড়ুন: বুয়েটের প্রাক নির্বাচনী পরীক্ষা আজ, তিন শিফটে অংশ নেবেন ২৪২০৫ জন
প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-