মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে চলে এ ভর্তি পরীক্ষা। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে এবার একটি আসনের বিপরীতের পরীক্ষার্থী ২৫ জন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দেয়া তথ্য অনুসারে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার উপরে থাকা শিক্ষার্থীরা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশ করেছে। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুইভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০।