জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ ইউনিটের পরিবর্তে ৭ ইউনিটে অনুষ্ঠিত। এই তথ্যটি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভিসি কোটা ও মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সৈয়দ মোহাম্মদ আলী রেজা। 

সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আজকে ভর্তি কমিটির সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা ও ভিসি কোটা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ১০ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে ভর্তি কমিটি সরে এসে ৭ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ (B ইউনিট) ও জীববিজ্ঞান অনুষদ (D ইউনিট) অপরিবর্তিত রয়েছে। 

কলা ও মানবিকী অনুষদের (C ইউনিট) সাথে আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে  যুক্ত করা হয়েছে।  এছাড়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (H ইউনিট) কে গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের  (A ইউনিট) সাথে যুক্ত করা হয়েছে। 

এছাড়া চারুকলা ও নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য C1 ইউনিট, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবি-জেইউ) এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা E ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি হতে পারে।


সর্বশেষ সংবাদ