এইচএসসি পরীক্ষা দেননি ১২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭৫

এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার্থী

চলমান এইচএসসি পরীক্ষায় একদিনে ১২ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি। রোববার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দৈনিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এদিন ৭৬ শিক্ষার্থী এবং এক পরিদর্শককে বহিষ্কারের ঘটনা ঘটেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৭ জুলাইয়ের পরীক্ষায় ৯ লাখ ৯০ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২৮ শতাংশ।

আরো পড়ুন: কলেজ আছে শিক্ষকও আছে, শুধু নেই পরীক্ষার্থী

এদিন ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একজন কেন্দ্র পরিদর্শকও বহিষ্কৃত হয়েছেন। এবার ৯ টি শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ৪৭২টি কেন্দ্রে ১০ লাখ তিন হাজার ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।


সর্বশেষ সংবাদ