ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের নতুন নীতিমালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্বেচ্ছায় অবসর বা পদত্যাগের নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে হওয়া এক সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জি এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদত্যাগ  বা স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরসমূহ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহ করে পদত্যাগ পত্রের সাথে সংযুক্ত করতে হবে। 

আবেদনকারীর আবেদনের তারিখ থেকে পদত্যাগ/স্বেচ্ছায় অবসর গ্রহণ কার্যকর হবে।

আরো পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুয়েটের হলে ওঠার ঘোষণা শিক্ষার্থীদের

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ৬৫ বছর থেকে আজীবন পেনশনে যান। আর কর্মকর্তা-কর্মচারীরা অবসরে যান ৫৯ বছর থেকে।   


সর্বশেষ সংবাদ