চবির তিন বিভাগের পিএইচডিসহ মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের পিএইচ.ডি কম্প্রিহেনসিভসহ দুই বিভাগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এক ছাত্রীর বিশেষ মৌখিক পরীক্ষাও নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ও ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চবি বাংলা বিভাগের পিএইচ.ডি কম্প্রিহেনসিভ ২০২২ ১ম পত্র ও ২য় পত্রের পরীক্ষা আগামী ৬ ও ১৩ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের এমএ ২০২৩ মৌখিক পরীক্ষা আগামী ৬ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

আরো পড়ুন: সাত কলেজের এবারের ভর্তি পরীক্ষা ঢাবির কাঠামোয়, চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটে

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষ বি.এ. অনার্স ২০১৯ (তামান্না ইয়াছমিন) এর বিশেষ মৌখিক পরীক্ষা আগামী ৬ মার্চ দুপুর ২টা ১৫ মিনিট থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানতে হবে।


সর্বশেষ সংবাদ