রাবির ফেসবুক পেজের হদিস নেই, যা বলছে কর্তৃপক্ষ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে পেজটি দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে পেজটি হ্যাক হয়নি জানিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘University of Rajshahi’ নামে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়নি। পেজের কিছু কাজ চলছে। কাজ শেষ হলে পেজটি ফের দৃশ্যমান হবে।
আরো পড়ুন: ৯২ দেশে স্প্যাইওয়ার হামলার আশঙ্কা, যে বার্তা দিল অ্যাপল
রাবির জনসংযোগ দপ্তরের ডেপুটি চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, চিন্তার কোনো কারণ নেই। আমাদের ফেসবুক পেজ ঠিক আছে। হ্যাক হয়নি। পেজের ওপর একটা কাজ চলছে। কাজটা এখন চলমান। কাজটা শেষ হলেই পেজটি আবারো দৃশ্যমান হবে।