ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবিতে ইউটিসির ৫ দিনব্যাপী কর্মসূচি

ইউটিসির মানববন্ধন
ইউটিসির মানববন্ধন

দখলদার ইসরাইলের চাপিয়ে দেওয়া একটানা যুদ্ধ, গণহত্যা, ধ্বংসযজ্ঞ এবং মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ র‌্যালি প্রদর্শনী ও গণস্বাক্ষরসহ ৫ দিনের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ বিভিন্ন  বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটির টিচার্স কনসোর্টিয়াম’ (ইউটিসি)। আজ বুধবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক মানববন্ধনে বক্তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।

এই সময় বক্তরা বলেন, প্রায় ২ বছর ধরে দখলদার ইসরাইলি হানাদারগণ ফিলিস্তিনে একটানা যুদ্ধ, গণহত্যা, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। মানবতার নিষ্ঠুর থাবা থেকে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসামরিক স্থাপনা কোনটাই নিস্তার পায়নি। সম্প্রতি জাতিসংঘ ঘোষিত যুদ্ধবিরতি লংঘন করে তারা আবারও নৃশংস গণহত্যা চালাচ্ছে। বক্তারা অবিলম্বে এই জুলুম বন্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। 

৫ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে-

১। মানববন্ধন: ‘বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান’
   আজ বুধবার (৯ এপ্রিল) ঢাবির বটতলায় মানববন্ধন

২। মানববন্ধন: ‘আরব নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহ্বান’
    আগামী ১৩ এপ্রিল  বেলা ১১টা ৩০ মিনিটে বটতলায় মানববন্ধন

৩।  মানববন্ধন: ‘পণ্য বয়কট ও আমাদের করণীয়’
     ১৪ এপ্রিল বেলা ১০টা ৩০মিনিটে ভিসি চত্বরে মানববন্ধন 

৪। প্রতিবাদ র‍্যালি
    ১৫ এপ্রিল বেলা ১২টায় টিএসসিতে প্রতিবাদ র‍্যালি

৫। প্রদর্শনী ও গণস্বাক্ষর অভিযান
   ১৭-১৯ এপ্রিল বেলা ১২টা থেকে টিএসসি, কার্জন হল ও মল চত্বরে প্রদর্শনী ও গণস্বাক্ষর অভিযান

এসব কর্মসূচি সফল করতে ধর্ম ও দলে-মতের ঊর্ধ্বে উঠে সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ