‘শিবির ট্যাগ’ দিয়ে নতুন ছাত্রসংগঠন থেকে জুলাই আন্দোলনকারীকে বাদ

ঢাবি ছাত্রের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

‘শিবির ট্যাগ’ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে গড়ে উঠা শিক্ষার্থীদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এ আহ্বায়ক কমিটি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মোস্তফা আহমদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মাস্টার্সের একজন শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে আমার নাম আমি দেখতে না পেয়ে আমি প্রথমে আব্দুল কাদেরকে (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক) প্রশ্ন করি। তখন তিনি জানান, যাদের বিরুদ্ধে ছাত্রশিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। পরে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসানকে এর কারণ জিজ্ঞাসা করি। তিনি আমাকে জানান, সার্চ কমিটির প্রধান হামজা মাহবুব তাকে ছাত্রশিবির ট্যাগ দিয়ে কমিটি থেকে তার নাম প্রত্যাহার করেছে। 

তিনি আরো বলেন, সর্বশেষ জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছাত্ররাজনীতির বিভিন্ন প্রক্রিয়ায় কোটা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতন পর্যন্ত প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি। যেহেতু আমি জুলাই আন্দোলনে কোন দলমতের অধীনে গিয়ে অংশগ্রহণ করিনি এবং জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে জুন মাসের ৫ তারিখ থেকে শুরু করে ১৭ জুলাই হল থেকে ছাত্রলীগ তাড়ানো পর্যন্ত প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করেছি। ১৭ তারিখ হলের কার্যক্রমে একটিভ ভূমিকা রাখার কারণে মাথার উপর মৃত্যুর পরোয়ানা নিয়ে এখান থেকে ওখানে ঘুরে বেড়াইছি। ৫ আগস্ট পরবর্তী স্বৈরাচারের পতনের পর থেকে আজ পর্যন্ত প্রতিটি কার্যক্রমে নিজেকে সর্বোচ্চ সংযুক্ত রেখেছি।

‘‘অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে ইতিবাচক ছাত্ররাজনীতির লক্ষ্যে সারাদেশে সংঘটিত বিভিন্ন বিষয়ে ক্যাম্পাসে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি সবসময়ই। সেই লক্ষ্যে পূর্বে কোনো রাজনৈতিক পরিচয় না থাকা স্বত্বেও নতুন ধারার যে ছাত্ররাজনীতি আসার কথা ছিলো সেখানে একটিভলি সংযুক্ত থেকেছি। নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তনের আশা নিয়ে সদ্য ঘোষিত ছাত্রসংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থেকেছি। কিন্তু এই কমিটি ঘোষণার পূর্ব মুহূর্তে আমাকে ছাত্রশিবির ট্যাগ দিয়ে নাম বাতিল করে দেয়।’’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, মোস্তফা ৫ আগস্টের পর আমাদের কোনো কার্যক্রমেই ছিল না। তাকে না রাখাই তো স্বাভাবিক। 

তিনি আরো বলেন, অন্যরা প্রকাশ্য রাজনীতি করে, শিবির প্রকাশ্যে না। এ বিষয়ে সর্বসম্মতিক্রমে আমরা পদপত্যাশীদের অফলাইন অনলাইন এক্টিভিটি পর্যবেক্ষণ করি। সে অনুযায়ী প্রাথমিকভাবে তাকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ আমাদের সাথে তাদেরতো (শিবির) মতাদর্শ মিলবে না। এতটা তো স্বতন্ত্র সংগঠন। সে জায়গা থেকে শিবিরের জড়িতদের বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।


সর্বশেষ সংবাদ