আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সবার সেরা আইডিয়ালের তাকিয়া

গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

এর আগে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটের মেধাতালিকায় মোট ৩ হাজার ৯৯৩ জনের স্থান হয়েছে। এরমধ্যে সবার সেরা হয়েছেন রাজধানীর মতিঝিল স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী তাকিয়া তাসনিম।

ফলাফল এই লিংকে দেখা যাবে

বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মে থেকে ১৬ মের মধ্যে মেধাতালিকায় স্থান পাওয়াদের সাবজেক্ট চয়েজ পূরণ করতে বলা হয়েছে।

আইইউটি বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যা সরাসারি ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ