রাবিতে চারজনকে অ্যাডহকে নিয়োগ, একজনের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন
ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছয় মাসের জন্য চারজনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে দুজন, মেডিকেল সেন্টারে ও জনসংযোগ অফিসে একজন করে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চারজনের এ নিয়োগে শুধু জনসংযোগ দপ্তরে নিয়োগ পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুল ইসলামের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাম ছাত্রসংগঠনের কয়েকজন নেতা-কর্মী। 

শুধু রাশেদ রাজনের নিয়োগ বাতিলের কারণ হিসেবে তারা বলছেন, রাশেদ রাজনের বিষয়টা বেশি আলোচিত হয়েছে। 
বাকিদের বিষয়টা সকালে জেনেছেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে অ্যাডহকে নিয়োগ দেওয়া সমীচীন নয়। তবে উপাচার্য বলছেন, এ নিয়োগে আইনের ব্যত্যয় ঘটানো হয়নি। যারা এটা নিয়ে আলোচনা করছেন তারা ডাহা মিথ্যা কথা বলছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন বলেন, ‘আমরা কখনোই ভাবিনি এমন একটা বিষয় নিয়ে এই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কথা বলতে হবে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু একটা গোষ্ঠী মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করে সব স্বপ্ন-চেতনাকে ভূলুণ্ঠিত করেছিল। তেমনি ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের পরও আমাদের স্বপ্ন ছিল সমতা ও নিরপেক্ষতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু আমাদের স্বপ্নও আজ ভূলুণ্ঠিত হয়েছে। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলতে একত্রিত হয়েছি।’

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচারসহ ঢাবি সাদা দলের ১১ দাবি

তিনি আরও বলেন, ‘আমরা গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক বিজ্ঞতিতে জানতে পেরেছি, রাশেদুল ইসলামকে জনসংযোগ দপ্তরে অনুসন্ধান কাম তথ্য অফিসার পদে অ্যাডহক ভিত্তি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাবির সমন্বয়কদের পৃষ্ঠপোষক। তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। সবার জ্ঞাতার্থে জানাতে চাই মেহেদী সজীব, ফাহিম রেজা-সহ স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন আরও কয়েকজন সদস্য রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেলে আছেন।’

কয়েকজনের সমন্বয়কের সংশ্লিষ্টতা নিয়ে রাকিব হোসেন বলেন, ‘আমরা ধারণা করছি, অতীতের আওয়ামী লীগের মতো মেহেদী সজীব, ফাহিম রেজাসহ স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের কতিপয় সমন্বয়কসহ আরও কয়েকজন সমন্বয়করা নিজেদের প্রভাব খাটিয়েছে এবং এই নিয়োগের পেছনে তারা জড়িত থাকতে পারে। স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ সম্পন্ন করেছে প্রশাসন।’

রাবির প্রোভিসি নিয়োগে সমন্বয়কেরা কলকাঠি নেড়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘ইতঃপূর্বে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি রাবির ১৭ জনের সমন্বয়ক প্যানেলের ১২ জন সম্মত হয়ে রাবির প্রোভিসি নিযোগে কলকাঠি নেড়েছে। আমাদের আশঙ্কা সমন্বয়ক পরিচয়ের প্রভাবে রাবির প্রোভিসি নিয়োগের মধ্য দিয়ে প্রশাসনকে জিম্মি করে রাশেদ রাজনের নেতৃত্বাধীন সমন্বয়কদের এই অংশটি শুধু নিয়োগ প্রক্রিয়া নয় আরো অনেক ক্ষেত্রেই প্রভাব বিস্তার করছে।’

রাকিব হোসেন বলেন, অতীতে জনসংযোগ দপ্তরে নিয়োগ পাওয়া প্রশাসকও মেহেদী সজীবের ডিপার্টমেন্টের ঘনিষ্ঠ শিক্ষক। বিভিন্ন হলে হল প্রভোস্ট নিয়োগের ক্ষেত্রেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। এই নিয়োগ ২৪-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী এবং দুই হাজার শহিদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। স্বজনপ্রীতি ও অতীতের ন্যায় ক্ষমতার অপব্যবহার পরিহার করতে হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিতে চূড়ান্ত যত আবেদন পড়ল

গণমাধ্যমকে দেওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ধারণা করছি রাশেদুন এর রেজাল্ট এবং সামগ্রিক বিষয়ে উপাচার্য অবগত নয়। আমরা এই নিয়োগ প্রক্রিয়ার সংস্কার চাই এবং রাশেদুলের নিয়োগ অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই নিয়োগে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে। এই প্রশাসন আর কোনো নিয়োগ দেওয়ার গ্রহণযোগ্যতা হারিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এ নিয়োগের বৈধতা নিয়ে যারা প্রশ্ন তুলবে, তারা হয় লেখাপড়া জানে না অথবা না জেনে কথাবার্তা বলছে। অর্ডিন্যান্সের ভেতরে পরিষ্কার আছে যে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রয়োজন মনে করলে তিনি ছয় মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘এখানে কোনো কোটার প্রশ্ন নেই, কোনো সমন্বয়কের প্রশ্ন নেই। তাকে যোগ্য মনে হয়েছে বলে আমরা একটা দায়িত্ব দিয়েছি। সেটা সে পালন করতে পারলে থাকবে আর পালন না করতে পারলে থাকবে না। তবে যেসব কথা বলা হচ্ছে তা ডাহা মিথ্যা কথা।’


সর্বশেষ সংবাদ