নতুন দল ঘোষণার আগে যে বার্তা দিলেন আখতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ PM

গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দল ঘোষণার দিনক্ষণ জানা গেছে। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। এ রাজনৈতিক দলের সামনের সারির নেতৃত্বে কারা থাকবেন, তা নিয়ে আলোচনা চলছেই।
যদিও দলের নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে দলটির নেতৃত্বে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের আসা প্রায় নিশ্চিত। আর দলের শীর্ষস্থানীয় আরেকটি পদে থাকছেন আখতার হোসেন। এবার নতুন দল ঘোষণার আগে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে আখতার বলেন, নতুনের আত্মপ্রকাশ আগামীকাল।
তিনি আরও বলেন, সারাদেশের শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আহ্বান। মানিক মিয়া এভিনিউ। বিকাল তিনটা।
এদিকে রাজনৈতিক দল গঠন ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি (জানাক) নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অন্যসব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।