জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ

বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষণা দেওয়া হয়
বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষণা দেওয়া হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের দিনে হাতাহাতি ও মারধরের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন করা হবে।

সদ্য আত্মপ্রকাশ করা সংগঠনটির এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহবায়ক কমিটি প্রকাশ ও উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে জরুরি সংবাদ সম্মেলন করা হবে। মধুর ক্যান্টিনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন করবেন নেতারা।

নতুন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব হিসেবে বৈষম্যবিরোধীর দপ্তর সম্পাদক জাহিদ আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির আহবায়ক সমন্বয়ক আব্দুল কাদের ও সদস্যসচিব হিসেবে সমন্বয়ক মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ কমিটি ঘোষণা নিয়ে হাতাহাতি ও মারধরের ঘটনার জেরে কর্মসূচি ঘোষণা করলেও পরে প্রত্যাহার করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক এম.জে এইচ মঞ্জু এক বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ। সুযোগ সন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের সব কর্মসূচি স্থগিত করা হলো।

এর আগে হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হলে পরদিন ‘ঢাকা ব্লকেড’র হুঁশিয়ারি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।


সর্বশেষ সংবাদ