বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব, থাকছেন যারা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৩:৪০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে তালিকায় বড় পরিবর্তনের আভাস মিলছে। প্রায় দুই দশক ধরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব আল হাসান এবার বাদ পড়ছেন। অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম চুক্তিতে থাকলেও তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিসিবির চুক্তির কাঠামোতে এবার ফরম্যাটভিত্তিক ভাগ না রেখে ক্যাটাগরিভিত্তিক ব্যবস্থা রাখা হয়েছে। এবারের তালিকায় মোট ২২ জন ক্রিকেটারের নাম রয়েছে। ক্যাটাগরিগুলো হচ্ছে—এ+, এ, বি, সি ও ডি।
গত দুই বছর ধরে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারের সংখ্যা ২১ জন থাকলেও এবার সেই সংখ্যা খুব একটা বাড়ছে না। নির্বাচকরা পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে নতুন তালিকা প্রস্তুত করেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে পেসার তাসকিন আহমেদকেই একমাত্র 'এ+' ক্যাটাগরিতে রাখা হচ্ছে। তিন ফরম্যাটেই ভালো পারফরম্যান্স করায় তাঁকে সর্বোচ্চ ক্যাটাগরিতে বিবেচনা করা হয়েছে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা
টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আছেন 'এ' ক্যাটাগরিতে। তার সঙ্গে এই তালিকায় আরও আছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম। 'বি' ক্যাটাগরিতে রয়েছেন মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
'সি' ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। আর 'ডি' ক্যাটাগরিতে রাখা হয়েছে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদকে।
নতুন তালিকায় তরুণদের গুরুত্ব দেওয়া হলেও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের বাদ পড়া বড় চমক। ২০০৬ সালে প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া সাকিব এবার বাদ পড়ছেন মূলত অনিয়মিত খেলার কারণে। অন্যদিকে, রিয়াদ ও মুশফিকের চুক্তিতে থাকা নিয়ে বিতর্ক থাকলেও তাঁরা অবসরের ব্যাপারে কিছু জানাননি বলে আপাতত তালিকায় রাখা হয়েছে।
এবারই প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, জাকের আলী ও রিশাদ হোসেন। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি।